আমাদের লক্ষ্য কি ?
আমাদের একমাত্র লক্ষ্য বেকারত্ব দূরীকরন ।

তাই আমরা উদ্দ্যেগ নিয়েছি বেকারত্ব হার কিছুটা হলেও যেন হ্রাস করতে পারি ।
প্রতিটি কাজে শতভাগ ফলাফল ই আমাদের একমাত্র কাম্য । আমরা আমাদের দিক থেকে শতভাগ দিক নির্দেশনা প্রদান করব । আমরা আমাদের দিক থেকে বিন্দুমাত্র ঘাটতির সুযোগ দিব না ।
বর্তমান সময়ে সবাই শুধু চাকুরির পিঁছনে ছুটে বেড়াচ্ছে কেই কি নিজে কিছু করার চেষ্টা করছে ?
না ।
অধিকাংশই না । কিন্তু আমরা যদি চাকুরির পিঁছনে না দেীঁড়ে নিজে কিছু করার চেষ্টা করতাম তাহলে এত বেকারত্ব থাকত না ।
আমরা তাই প্রতিটি বেকার ব্যক্তিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে চাকুরির পিঁছনে না দেীঁড়ে নিজে কিছু করার সকল দিক নির্দেশনা প্রদান করাই একমাত্র লক্ষ্য ।
No comments